স্বরচিতঃকবিতা

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ , অক্টোবর ২৭, ২০২১

জবাব
সামছুদ্দোহা ফরিদ
যত বড় হও তুমি নবাব
দিতে হবেই তোমার জবাব।
এ দিন না হোক ঐ দিন
তোমার হতেই হবে হীন।
জমা অত্যাচার অপমানের যত গ্লাণি
ফিরত পারে ইতিহাস জানি।
কারো ক্ষমতা নেই আদি অন্ত
স্রষ্টাকে ভুলে হয়েছো ভ্রান্ত।
উদয় অস্ত, জীবন মৃত্যু জন্ম সূত্রে গাঁথা
অযথা আস্ফালন সবাই তো বৃথা।
কত শক্তিধরের পতন ইতিহাস
ওদের কপালে ছিল নির্মম পরিহাস।
জবাব তোমার দিতে হবে
বিচারহীন কে কবে?
আজ তোমার আছে রাজ
কাল তোমার পড়বে বাজ।
এটা হলো ধরার নিয়ম
একদিন ভাঙবে সব অনিয়ম।

Loading