কৃষিভিত্তিক নারীর ক্ষমতায়ন ও পুষ্টিসমৃদ্ধি’র লক্ষ্যে নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোক্তা প্রশিক্ষণ

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ , অক্টোবর ২৬, ২০২১

বসতবাড়িতে জমি ব্যবহারের মাধ্যমে শাকসবজি ও ফলের আবাদ বৃদ্ধি,
পুষ্ট্যি , খাদ্য নিরাপত্তা পারিবারিক আয় বৃদ্ধি,স্বাবলম্বী, কৃষি ক্ষেত্রে পণ্যের উপর মূল্য সংযোজন এর লক্ষ্যে
নারীর ক্ষমতায়ন ও নেতৃত্বের উন্নয়ন,উৎপাদিত কৃষি পণ্যের পচনশীলতা হ্রাস করা/সংরক্ষণ ক্ষমতা বাড়ানো লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষিভিত্তিক এই প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে।।

নেত্রকোনা জেলায়
সদর উপজেলা-২১ জন,
পূর্বধলা ১০ জন,
বারহাট্টা ১০ জন,
আটপাড়া ১০ জন বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন
আব্দুর রহমান ফাউন্ডেশবাংলাদেশ এআরএফবি নারী কৃষি উদ্যোক্তা ০৯ জন সহ মোট ৬০ জন অংশগ্রহণ করেন।
২৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ০২ দিন নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কৃষি প্রশিক্ষণ কেন্দ্র অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আব্দুল মাজেদ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অ ঞ্চল, ময়মনসিংহ।
, কৃষিবিদ মোঃ আশরাফ উদ্দিন, উপপরিচালক, অতিরিক্ত পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ।
,কৃষিবিদ এফ এম মোবারক আলী, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, নেত্রকোণা।
কৃষিবিদ জনাব মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি,নেত্রকোণা।
, কৃষিবিদ মোহাম্মদ ওমর ফারুক, অতিরিক্ত উপপরিচালক (পিপি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, নেত্রকোণা।
কৃষিবিদ মোহাম্মদ মাহফুযুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, নেত্রকোণা।

Loading