কলমাকান্দায় তক্ষকসহ ১৯ লক্ষ টাকার মালামাল জব্দ, আটক ৬

প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ , অক্টোবর ২৩, ২০২১

কলমাকান্দায় বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’র অভিযানে ১৯,০০,০০০/- টাকা মূল্যমানের ০১টি তক্ষকসহ ০৬ জন আসামী আটক করেছে বিজিবি।
শুক্রবার (২২ অক্টোবর) রাতে এক বিবৃতিতে এতথ্য নিশ্চিত করেছেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’ অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া।

বিজ্ঞপ্তি মারফত জানা যায়, এইদিন রাত ১১টার দিকে কমলাকান্দার লেংগুড়া ইউনিয়নের লেংগুড়া বিওপির নায়েব সুবেদার মোঃ মিজানুর রহমান নেতৃত্বে ৮ সদস্যের টহল দল কর্তৃক নয়নকান্দি নামক স্থানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল কার্যক্রম পরিচলনার সময়ে ২টি মোটর সাইকেলযোগে গারো পাহাড়ের দিকে যেতে দেখে বিজিবি’র টহল দল তাদের চ্যালেঞ্জ করে। তাদের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে ৬ জন আসামী আটক করা হয়েছে।

আটককৃতরা হলো, ময়মনসিংহ জেলার ভালুকা থানার মোরাডোবা গ্রামের মাহাবুব আলমের ছেলে দেলোয়ার হোসেন (৩২), নরসিংদী জেলার পলাশ থানার হাসনহাটা গ্রামের আকবর হোসেনের ছেলে মোঃ সুমন (৩৩), শিলমান্দি গ্রামের রিপন মিয়ার ছেলে মোঃ হৃদয় (২১), ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কাঁঠাল রাজাবাড়ী গ্রামের মোঃ আব্দুল জলিলের ছেলে মোঃ সোহেল (৩৫), নেত্রকোণা জেলার কমলাকান্দা থানার উড়াখাল গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (২৫), শাহজাহান আলীর ছেলে মোঃ ইমরান (২১)।

এসময় তাদের তল্লাশী করে তাদের নিকট হতে ১৬ ইঞ্চি লম্বা ও ২৬০ গ্রাম ওজনের ১টি তক্ষক ও ০২টি মোটর সাইকেল জব্দ করা হয়। যার সর্বমোট সিজার মূল্য ১৯,০০,০০০/-(উনিশ লক্ষ) টাকা। জব্দকৃত তক্ষক, মোটর সাইকেল ও আটককৃত আসামীদেরকে নেত্রকোণা জেলার কলমাকান্দা থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Loading