গ্যাস সংযোগ অনিশিচত, হতাশায় ভূগান্তিতে মানুষঃ

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ , অক্টোবর ১৯, ২০২১

গ্যাসের জন্য আবেদনকারী ফিডাররা সরকারী ডিমান্ড নোট পূরণ করা সত্ত্বেও আজো ও গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত। ভূক্তভোগীরা মনে করেন যাদের ডিমান্ড নোট সরকারী বন্ধের নির্দেশের আগে হয়েছিল তাদের সংযোগ পাওয়া ন্যায্য দাবি। এতে অনুসংগ খরচ ও রয়েছেঃ সংযোগকারীর মাধ্যম ও রাস্তা কাটার পৌর অনুমতি বাবদ। ভূক্তভোগীরা বলেন,’আমাদের টাকা প্রদানের কাগজ রয়েছে। আমরা টাকা চাই না, সংযোগ চাই। ‘দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কারণে সংযোগ না পাওয়ায় হতাশায় আছি।’ তার মধ্যে সিলিন্ডার গ্যাসের দাম চড়াও হওয়াতে ভূক্তভোগীদের কষ্ট টা বেড়ে গিয়েছে। এমনাবস্থায় আবেদিত ফিডারদের সুব্যবস্থা করে দেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে সুদৃষ্টি কামনা করেন ভূক্তভোগীরা।

Loading