আজ আবু নাঈম (বি.এস.সি) স্যারের প্রথম মৃত্যু বার্ষিকী

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৯, ২০২১

১৯৪৬ সালের ২৪ শে জুলাই হাটনাইয়া (আলীপুর) গ্রামে এক সম্ব্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

২০২০ইং সনের আজকের এই দিনে তিনি (৯ ই সেপ্টেম্বর) মৃত্যুবরণ করেন। এই দিনটি ভুলার মত নয়। আজকের দিনে উনার কিছু কথা মনে পড়ছে, যেমন – তিনি (মরহুম আবু নাইম) সব সময় আলীপুর গ্রামের মুরব্বীদের নিয়ে পরামর্শ করতেন কিভাবে আলীপুর গ্রামের শিক্ষার হার বাড়ানো যায়।গ্রামের সচেতন মুরব্বীদের নিয়ে আলীপুর গ্রামে একটি প্রতিষ্ঠান করার চিন্তা করেন,যাতে আলীপুর গ্রামে শিক্ষার হার বৃদ্ধি পায়। কিন্তু গ্রামের মানুষদের আর্থিক সচ্ছলতা কম থাকায় তারা সবাই মিলে পুরো হাটনাইয়া গ্রামবাসীর সহায়তায় গড়ে তুলেন “আজভাকাহাছ ফয়জুল উলুম কউমি মাদ্রাসা”। স্মৃতি চারণ করতে গিয়ে একজন প্রক্তন ছাত্র বর্তমানে ভাটি সুয়াইর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব জসিম উদ্দিন বলেন – চেছরাখালী প্রাথমিক বিদ্যালয় (বর্তমান নাম শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়) এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মরহুম আবু নাইম (বি.এস.সি) তাঁর সার্বিক প্রচেষ্ঠায় গড়ে উঠে প্রতিষ্ঠানটি।সম্ভবত ১৯৯৬ সালের জুন মাসে চেছরাখালী প্রাথমিক বিদ্যালয় (বর্তমান নাম শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়) ঝড়ে ঙেঙ্গে পড়ে যায়। আমরা ছাত্র/ছাত্রীদের ক্লাস নেওয়ার জন্য কোন ঘর খুজে পাচ্ছিলাম না।সভাপতি সাহেবের (মরহুম আবু নাইম) বাজারে একটি ঘর ছিল। সেই ঘরে তিনি আমাদের ছাত্র/ছাত্রীদের ক্লাস নেওয়ার জন্য অনুমতি দেন।আমরা দীর্ঘ এক বছর উনার ব্যাক্তিগত ঘরটিতে ছাত্র/ছাত্রীদের পাঠদান করি।জনাব জসিম উদ্দিন বলেন,আমরা উনার পরামর্শ ও সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত করেছিলাম চেছরাখালী প্রাথমিক বিদ্যালয় যা বর্তমানে শহীদ স্মৃতি সরকারি প্রা্থমিক বিদ্যালয়। আমাদের গ্রামে বর্ষাকালে কোন লোক মারা গেলে তার দাফন করা খুব কষ্ট সাধ্য হয়ে পড়ত। সেই চিন্তা থেকে মরহুম আবু নাইম (বি.এস.সি) গ্রামবাসীদের নিয়ে গড়ে তুলেন কবর খানা। তিনি (মরহুম আবু নাইম) সামাজিক ও পারিবারিক যে কোন দ্বন্দ্বের সমাধান করার জন্য ছুটে যেতেন।আমরা হাটনাইয়া এমনকি ইউনিয়নবাসীও উনার দিকে তাকিয়ে থাকতেন।সবকিছু উপেক্ষা করে তিনি সমাজের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য আপ্রান চেষ্টা করতেন। রাজনৈতিক জীবনে তিনি মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পরর্বতীতে উপদেষ্টা পরিষদের সদস্য এবং বঙ্গবন্ধু জাতীয় শিক্ষা ও গবেষণা পরিষদের মোহনগঞ্জ উপজেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

Loading