নারীরা ঘরে থেকেও করোনা ভাইরাস মোকাবেলায় ভূমিকা রাখতে পারেন

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৬, ২০২১

করোনা মহামারীতে নেত্রকোণায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নারী উদ্যোক্তাদের মাঝে মাস্ক তৈরি করার কাজ দেয়া হয়। নারী উদ্যোক্তাগণ ঘরে বসে মাস্ক তৈরি করেন। জেলা প্রশাসন নিজ এলাকার নারী উদ্যোক্তাদের তৈরিকৃত মাস্ক জনসাধারণের মাঝে তোলে দেয়ার সিদ্ধান্ত নেন।

সোমবার (৬ আগস্ট) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস মোকাবেলায় নারী উদ্যোক্তাদের প্রস্তুতকৃত মাস্ক সরবরাহ করা হয়  এবং উদ্যোক্তাদের মাঝে চেক হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান এর উপস্থিতিতে ২০ জন নারী উদ্যোক্তার মাঝে ৪০,০০০ টাকা করে সর্বামোট ৮,০০০০০/- (আট লক্ষ) টাকার চেক হস্তান্তর করা হয়। এ সময় জেলা প্রশাসক বলেন নারীরা ঘরে থেকেই করোনা ভাইরাস মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। তিনি আরও বলেন, পরিবারের প্রতিটা সদস্য করোনা প্রতিরোধে নিজেকে কতটুকু সুরক্ষা দিচ্ছেন তা একমাত্র গৃহকত্রী খুব ভালো জানেন। তাই করোনা ভাইরাস মোকাবেলায় তাদের ভূমিকা অপরিসীম।

Loading