নিরাপত্তা প্রহরীকে নির্যাতন ও হত্যার চেষ্টা

সাবেক যমুনা ব্যাংক কর্মীর বিষয় সম্পত্তি কব্জা করার অপচেষ্টা

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২৭, ২০২০
???????? ??????? ????? ?????

নিজস্ব প্রতিনিধিঃ

সাবেক যমুনা ব্যাংকের কর্মী জনাব কামরুন নাহার এর সম্পত্তি কব্জা করার অপচেষ্টা চালায় তার প্রাক্তন স্বামী আলী আহম্মেদ সেলিম। পারিবারিক সূত্র মতে জানা গেছে,কামরুন নাহার পারিবারিক ভাবে শারীরিক ও মানসিক যন্ত্রণায় দীর্ঘ ২৩ বৎসরের বিবাহিত জীবনের ইতি ইতি টানেন স্বামী আলী আহম্মেদ সেলিমকে ডিভোর্স এর মাধ্যমে ২০১৮ ইং সালের জুলাই মাসে স্বামী আলী আহম্মেদ সেলিম এই ডিভোর্স মেনে না নিয়ে কামরুন নাহারকে প্রতিনিয়ত হত্যার হুমকি দিতে থাকে। পারিবারিক সূত্র মতে জানা গেছে,কামরুন নাহার এর প্রাক্তন স্বামী বেনামে যুমনা ব্যাংকের বিপুল অর্থ আত্মসাৎ এর মামলায় পড়ে, সেই মামলায় তার পক্ষে স্বাক্ষী দেয়ার জন্য কামরুন নাহার কে বাধ্য করে। ভাড়া করা সন্রাসীদের মাধ্যমে তাকে শারীরিক নির্যাতন ও কিডন্যাপ করার চেষ্টা করে। কামরুন নাহার এর টাকা ও সিলেটের বিষয় সম্পত্তির মালিক হওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি প্রদান করছে। এমতাবস্থায় কামরুন নাহার প্রান বাচানোর তাগিদে দেশ ছেড়ে কানাডায় তার ছেলের কাছে চলে যায়। এতে স্বামী আলী আহম্মেদ সেলিম আরও ক্ষিপ্ত হয়। এরই ধারাবাহিকতায় কামরুন নাহার এর ঢাকার বাসায় নিরাপত্তা প্রহরী পলাশ হাওলাদার কে,গত ২৫ শে সেপ্টেম্বর ২০২০ ইং তারিখে খুব ভোরে বাসার সামনে থেকে সন্রাসীরা জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরিকল্পিত ভাবে এলাকার সন্রাসীরা সারাদিন পলাশের উপর শারীরিক নির্যাতন চালিয়ে তার কাছ থেকে কামরুন নাহার এর বর্তমান ঠিকানা ও বড় বোন এর সম্পর্কে বিভিন্ন তথ্য বের করার অপচেষ্টা চালায়,যার দায়িত্বে কামরুন নাহার এর ঢাকা ও সিলেটের পৈত্রিক সম্পত্তি রয়েছে। সূত্র মতে বিকাল ৩ টায় স্থানীয় লোকজন পুলিশ এর সহযোগিতায় পলাশকে মালিবাগ রেল লাইনের পাশ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল কতৃপক্ষের বক্তব্য অনুযায়ী পলাশ এর সারা শরীরে মারাত্মক জখমের চিন্হ রয়েছে। ঐ দিন বিকাল ৫ টা ৩০ মিনিটে কামরুন নাহার এর ফ্ল্যাট এর মেনেজমেন্টের পক্ষ থেকে রমনা থানায় তাদের প্রহরী জোর পৃর্বক অপহরণ ও হত্যার প্রচেষ্টায় জিডি করা হয়।

Loading