পার্বতীপুরে শোকাবহ আগষ্ট উপলক্ষে জ্ঞান বাক্স স্থাপন

মনজুরুল হক মঞ্জু মনজুরুল হক মঞ্জু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ , আগস্ট ৭, ২০২১

শোকাবহ আগষ্ট মাস উপলক্ষে জ্ঞান বাক্স স্থাপন করে নজির সৃষ্টি করলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবানীপুর ইসলামিয়া কামিল মাদরাসা কর্তৃপক্ষ। করোনা কালীন প্রতিষ্ঠানের লাইব্রেরী বন্ধ থাকায় জ্ঞান পিপাসু ব্যক্তিরা ঘর বন্দি হয়ে গেছেন।ঠিক সেই সময় বিশাল ক্যাম্পাসে জ্ঞান বাক্স নামে উম্মুক্ত স্থানে বই পড়ার ব্যবস্থা করলেন। ব্যতিক্রম জ্ঞান বাক্সের মাধ্যমে আগামী দিনের নতুন প্রজন্মরাও জানতে পারবে বঙ্গবন্ধুর আত্নজীবনী। আজ ৭ আগষ্ট সকাল ১০ টায় সরেজমিনে গিয়ে দেখা যায় জ্ঞান বাক্সগুলো নান্দনিক ডিজাইনের রেক দিয়ে তৈরী করেছেন।তাকে সারি সারি করে শোভা পাচ্ছে বঙ্গ বন্ধুর অসমাপ্ত আত্নজীবনী,কারাগারে রোজনামচা, মানবতার মা প্রধান মন্ত্রী শেখ হাসিনার লেখা বই আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনা,শেখ মুজিব আমার পিতা, সবুজ মাঠ পেরিয়ে, শেখ হাসিনা রচনা সমগ্র-১, শেখ হাসিনা রচনা সমগ্র -২, সামরিকতন্ত্র বনাম গনতন্ত্র,বাংলাদেশে শ্বৈরতন্ত্রের জন্ম, ওরা টোকাই কেন, সহেনা মানবতার অবমাননা, সাদা কালো, শেখ হাসিনা নির্বাচিত প্রবন্ধ, people and Democracy, Living In Tears, বাংলাদেশ জাতীয় সংসদে বঙ্গ বন্ধু শেখ মুজিবর রহমান, নির্বাচিত ১০০ ভাষন। বঙ্গবন্ধুকে নিয়ে দেশি, বিদেশী বিশিষ্ট কবি সাহিত্যিকদের তথ্যবহুল লেখা ও কোর আন হাদিস ইসলামী সাহিত্যসহ মুল্যবান বই রয়েছে,এ যেন একটি জ্ঞানের বাগান।১আগষ্ট সকালে অত্র মাদরাসার সুযোগ্য অধ্যক্ষ হাসান মাসুদ জ্ঞান বাক্সগুলো সকলের জন্য উম্মুক্ত করে দেন।করোনা ভাইরাসের প্রকোপ থাকায় জ্ঞানপিপাসুরা হাত মুখ ধৌত করতে পারে, তার জন্য তৈরী করেছেন আধুনিক স্বাস্থ্যসম্মত ওয়াস ব্লক।এছাড়া রয়েছে হ্যান্ড স্যানিটাইজার ও উন্নত মানের মাক্সের সুব্যবস্থা। বোর্ডে মাদরসাটি স্থাপনের পটভূমির সাল, ইতিহাস সংক্ষিপ্ত আকারে সাবলিল বাংলা ভাষায় তুলে ধরেছেন।সেখান থেকে জানতে পারলাম ভবানীপুরের বাসিন্দা মেহেরউদ্দীন মন্ডল ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর হাতে শহীদ হন। ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু ট্রাষ্ট হতে অসহায় শহীদ পরিবার ঝহিসাবে ২হাজার টাকা প্রদান করেন।শহীদ মেহেরউদ্দীনের ২ ছেলে মনির উদ্দীন মন্ডলও গোলাম মোর্তুজা ঐ টাকা দিয়ে ব্যবসা বানিজ্য করেন নাই।শহীদ বাবার স্মৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখার জন্য ২ভাই এলাকাবাসীদের সহযোগিতা নেন।এরপর ২হাজার টাকা দিয়ে ভবানীপুর ইসলামিয়া কামিল মাদরাসা স্থাপন করেন। অত্র মাদরাসার প্রবীন শিক্ষক আব্দুর রহমান হামিদী বলেন মাদরাসাটি ১৯৯৭ সাল পর্যন্ত ফাজিল শ্রেনী পর্যন্ত ছিল।ঘর অবকাঠামো বলতে তেমন কোন কিছুই ছিল না। অধ্যক্ষ হাসান মাসুদ অত্র মাদরাসায় যোগদানের পর থেকে সাবেক মন্ত্রী ৭ বারের এমপি এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমাম এর সহযোগিতা ও ১৮ কোটি মানুষের অভিভাবক মানবতার মা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কামিল মাস্টার্স স্বীকৃতি লাভ করে।এর পর অনার্স,ভোকেশনাল,বিএম ও আধুনিক বিল্ডিং এ পরিপূর্ন রুপ পেয়েছে মাদরাসাটি।লেখাপড়ার মান ফলাফল হয়েছে দেশসেরা।গোটা রংপুর বিভাগে একটি আধুনিক দীনি শিক্ষায় শ্রেষ্ট শিক্ষালয়ে রুপ নিয়েছে।পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার নাশিদ কায়সার রিয়াদ বলেন এটি একটি মহৎ কাজ ও প্রশংসার দাবিদার।পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ও উপজেলা পরিষদের সফল চেয়াম্যান হাফিজুল ইসলাম প্রামানিক বলেন আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। এটি একটি ব্যতিক্রম কাজ এজন্য অধ্যক্ষ হাসান মাসুদকে অসংখ্য ধন্যবাদ।”অত্র প্রতিষ্ঠান সুযোগ্য অধ্যক্ষ হাসান মাসুদ এ প্রতিবেদককে বলেন উম্মুক্ত জ্ঞান বাক্স ” সমাজ বিনির্মাণে ‘ভবানীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা ‘ উম্মুক্ত জায়গায় জ্ঞান বাক্স স্হাপন করেছে যেখানে জ্ঞান পিপাসু পাঠকগণ বই পড়তে পারবেন।লেখক ও গবেষকগণ ( বিতর্কহীন) লেখা বা বই অন্য পাঠকের জন্য জ্ঞান বক্সে রেখে দিতে পারবেন। প্রয়োজন মনে করলে কিছু দিন পর নিয়ে যেতে পারবেন। আপনার লেখা পড়ে কোনো পাঠক উপকৃত হলে আপনিও সাদকায়ে যারিয়ার অংশীদার হবেন। জ্ঞান বাক্স গুলো সকল পাঠকের জন্য উম্মুক্ত।

Loading