মমেক হাসপাতালের করোনা ইউনিটে সর্বোচ্চ মৃত্যু

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ , আগস্ট ৬, ২০২১

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১৬ এবং উপসর্গ নিয়ে ১৪ জন মারা গেছেন।

শুক্রবার (০৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

যারা মারা গেছেন তাদের মধ্যে ময়মনসিংহে ১২ জন, নেত্রকোনায় ৯ জন, জামালপুরের ৪ জন, টাঙ্গাইলের ২ জন, শেরপুর, গাজীপুর ও সুনামগঞ্জের একজন করে রয়েছেন।

করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানিয়েছেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৫১ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৫২৫ জন এবং আইসিইউতে ২৩ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ জন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭১১ টি নমুনা পরীক্ষায় আরও ৪০২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ৪৯ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৭ হাজার ৯৩ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৪৯ জন।

Loading