সিনোফার্মের ৭ কোটি ডোজ টিকা কেনা হচ্ছে

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ , আগস্ট ৫, ২০২১

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানিয়েছেন, চীনের সিনোফার্ম থেকে সাড়ে ৭ কোটি ডোজ টিকা কেনা হচ্ছে। এরই মধ্যে দেড় কোটি ডোজ টিকার দাম পরিশোধও করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে ঢাকায় একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ।

তিনি জানিয়েছেন, করোনা প্রতিরোধে বিভিন্ন দেশকে টিকা দিতে বৈশ্বিক উদ্যোগ—কোভ্যাক্সের মাধ্যমে চলতি মাসে ৪৪ লাখ টিকা আসবে দেশে। আগামী সপ্তাহে সিনোফার্মের ৩৪ লাখ ডোজ আসছে। চলতি মাসের মধ্যে আসবে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা। এছাড়া সেপ্টেম্বরে কোভ্যাক্স থেকে ফাইজারের ৬০ লাখ টিকা আসবে।

এছাড়া কোভ্যাক্সের বাইরে এ মাসে বিভিন্ন উৎস থেকে কেনা টিকাও আসবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

Loading