বরিশালে করোনায় সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ , আগস্ট ২, ২০২১ বরিশালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। যা এযাবতকালের মধ্যে সর্বোচ্চ মৃত্যু। তাদের মধ্যে পজিটিভ রোগী পাঁচজন ও উপসর্গ নিয়ে মারা যান ১৮ জন। একই সময়ে করোনায় শনাক্ত হয়েছেন ৬৮৫ জন।আজ (সোমবার) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৭৫ জন রোগী। একই সময়ে উপসর্গ নিয়ে ৪৭ জন করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন।এদিকে মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আবার বেড়েছে শনাক্তের হার। রোববার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১০৫ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৫ দশমিক ৮৫ শতাংশ। শনিবার শনাক্ত হার ছিল ৩১ দশমিক ৪১ শতাংশ। শেয়ার সারা দেশবিষয়: