ঈদের আনন্দে মুখরিত হোক প্রতিজন প্রতিঘর

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ , জুলাই ১৭, ২০২১

ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি, ঈদের এই অনাবিল আনন্দ ভাগাভাগি করতে পথশিশু সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে  স্কুল প্রাঙ্গণে ৫০ টি সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র পরিবারকে ঈদ সামগ্রী উপহার দেয়া হয়।

শনিবার সকালে নেত্রকোণা কালেক্টরেট প্রাঙ্গনে এ সামগ্রী তোলে দেয়া হয়।  এসবের মধ্যে ছিল, ঈদের নতুন জামা, মেহেদী, পোলাউ চাল, সয়াবিন তেল, চিনি ও সেমাই।

এ সময় উপস্থিত ছিলেন পথশিশু সেবা ফাউন্ডেশন এর সভাপতি খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সারোয়ার জাহান, সংগঠক খান মোহাম্মদ অপি, ফারজানা ইয়াসমিন ঝুমা, শরীফ আল হাসান, কাইয়ূম,মাহাবুব,রফিক,জুনায়েদ,নাহিদ,মাজেদুল,সজীব শাওন,রাজন,দিদার,সাওদামনি,স্বর্নালী ও সাজিদ। পথশিশু সেবা ফাউন্ডেশন এর সভাপতি খায়রুল ইসলাম বলেন, প্রতি বছরের ন্যায় এবারো আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি, সমাজের সকল সামর্থ্যবান ব্যাক্তিদের পথশিশুদের জন্য এগিয়ে আসার অনুরোধ করছি।

Loading