মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের পক্ষ থেকে নগরীতে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ , জুলাই ১১, ২০২১

করোনার প্রভাবে নিস্তব্ধ হয়ে পড়েছে বিশ্ব, দেশেও প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। করোনার সংক্রমণ রোধে কঠোর লকডাউনের কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় দেশে চলমান রয়েছে ‘কঠোর লকডাউন’। করোনা সংক্রমণের প্রথম পর্যায় থেকেই চট্টগ্রামে অসহায়, দুস্থ, খেটে-খাওয়া মানুষগুলোর পাশে দাড়িয়ে মানবতার নজির স্থাপন করেছেন ছাত্রলীগ। লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষ গুলোকে প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে ছাত্রলীগ। চলমান খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে শনিবার (১০ জুলাই) নগরীর আতুরার ডিপু, হামজারবাগ, মুরাদপুর, ২নং নম্বর গেট মোড় সংলগ্ন এলাকায় ফুটপাত ও বস্তির মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন বায়েজিদ থানা ছাত্রলীগের আহবায়ক সুলতান মাহমুদ ফয়সাল। ফয়সাল বলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর নির্দেশনায় এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের পক্ষ থেকে এসব খাদ্যসামগ্রী প্রতিদিন বিতরণ করা হচ্ছে। অসহায় মানুষদের পাশে সবসময় ছিল ছাত্রলীগ। আমাদের এই কর্মসূচি লকডাউনে চলমান থাকবে।

Loading