চলতি মাসেই রাশিয়ার টিকা পাওয়া যাবে

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ , জুলাই ৬, ২০২১

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনার সংক্রমণ প্রতিরোধে জুলাই মাসেই রাশিয়ার টিকা পাওয়া যাবে।

আজ মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে তিনি এসব কথা বলেন।জাহিদ মালেক বলেন, আমরা টিকা পেতে পুরোপুরি প্রস্তুত। রাশিয়ার সঙ্গে সবরকম প্রস্তুতি আমাদের শেষ হয়েছে। খুঁটিনাটি কিছু বিষয় ছিল, সেগুলো আমাদের ভ্যাকসিন কমিটি আলোচনা করে শেষ করেছে। আমরা তাদেরকে বলে দিয়েছি যত দ্রুত সম্ভব আমাদেরকে টিকা দেওয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য।

উল্লেখ্য, গেল ২৭ এপ্রিল রাশিয়ার টিকা স্পুটনিক-৫ এর বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।

Loading