রাশিয়ায় ২৮ আরোহী নিয়ে বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ , জুলাই ৬, ২০২১

রাশিয়ার দূর প্রাচ্যে ২৮ আরোহী নিয়ে ওড়া একটি যাত্রীবাহী বিমানের সাথে সংযোগ হারিয়ে গেছে। জরুরি সেবার উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা সমূহের খবরে এ কথা বলা হয়।  

আরআইএ নভোস্তি এবং তাস বার্তা সংস্থা স্থানীয়  কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, বিমানটি পেত্রোপাভলস্ক- কামচটস্কি থেকে পালানা যাওয়ার পথে সব ধরনের সংযোগ হারিয়ে ফেলে।

বিমানটিতে ছয় ক্রুসহ ২৮ জন যাত্রী রয়েছে। এদের মধ্যে এক কিংবা দুজন শিশুও রয়েছে।

বিমানটি নিয়ে পরষ্পর বিরোধী খবর পাওয়া গেছে। কোন এক সূত্র তাসকে বলছে, এটি সাগরে বিধ্বস্ত হয়ে থাকতে পারে। অপর এক সূত্র ইন্টারফ্যাক্সকে বলছে, এটি সম্ভবত পালানা শহরের কাছে একটি কয়লা খনির পাশে বিধ্বস্ত হয়েছে। ইতিমধ্যে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

উল্লেখ্য, রাশিয়ায় প্রায়ই বিমান দুর্ঘটনা  ঘটে থাকে। যদিও সাম্প্রতিক সময়ে এয়ার ট্রাফিক নিরাপত্তা জোরদার করায় এ ধরনের দুর্ঘটনা কমে এসেছে।

Loading