ঢাকায় এসে পৌঁছেছে শ্রীলঙ্কা দল

প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ , মে ১৬, ২০২১
sri lanka cricket board sri lanka vs bangladesh, RTV ONLINE

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছালো শ্রীলঙ্কা ক্রিকেট দল।সোমবার (১৬ মে) সকাল পৌঁনে নয়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে লঙ্কানদের বহনকারী বিমানটি।

২৩ মে থেকে শুরু হবে মাঠের লড়াই। তার আগে আজ থেকে শুরু সফরকারীদের তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন।

২১ তারিখ তারা একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। এরপর ২৩ মে প্রথম ওয়ানডে, দ্বিতীয় ওয়ানডে ২৫মে আর সিরিজের শেষ ওয়ানডে মাঠে গড়াবে ২৮ মে।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে তিনটি ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

শ্রীলঙ্কার ১৮ সদস্যের স্কোয়াড

কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), আশেন বান্দারা, ভানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, আকিলা ধনঞ্জয়, দানুশকা গুনাথিকালাকা, ধনঞ্জয় ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, নিরোশান ডিকভেলা, দুশমন্থ চামিরা, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাকশান সান্দাকান, চামিকা করুনারাত্নে, বিনুরা ফার্নান্দো এবং শেরান ফার্নান্দো।

Loading