‘শিশুদের আগে গরিব দেশকে টিকা দিন’ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ , মে ১৫, ২০২১ করোনাভাইরাস দাপিয়ে বেড়াচ্ছে গোটা বিশ্বে। এমন পরিস্থিতিতে শিশু-কিশোরদের টিকা দেওয়ার পরিকল্পনা পিছিয়ে দিয়ে আগে গরিব দেশগুলোতে টিকা সরবরাহ করার জন্য সম্পদশালী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস।শুক্রবার (১৪ মে) জেনেভায় ভার্চুয়াল সম্মেলনে এ কথা বলেন তিনি।শিশু ও প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রার কারণে নিম্ন আয়ের দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করেছেন তেদরোস। তাই আগে গরিব দেশগুলোতে টিকা সরবরাহ করা উচিত বলে মনে করেন ডব্লিউএইচও প্রধান।ডব্লিউএইচও প্রধান বলেন, নিম্ন ও নিম্নমধ্যম আয়ের দেশগুলোতে স্বাস্থ্যকর্মীদের দেওয়ার মতো পর্যাপ্ত টিকা মজুত নেই। হাসপাতালগুলোতেও স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জামের অভাব রয়েছে। তাই এখন ধনী দেশগুলোর বিষয়টি পুনর্বিবেচনা করা দরকার।কোভিড মহামারির দ্বিতীয় বছর প্রথম বছরের তুলনায় বেশি মারাত্মক হতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেন তেদরোস। তিনি বলেন, এরই মধ্যে ভারতের পরিস্থিতি খুবই উদ্বেগজনক। সেখানে অনেক স্বাস্থ্যকর্মী এখনও টিকা পাননি।সম্প্রতি যুক্তরাষ্ট্রে ১২ থেকে ১৫ বছর বয়সীদের টিকা দেওয়ার পরিকল্পনা করেছে বাইডেন প্রশাসন। কানাডায় ইতিমধ্যে ১২ থেকে ১৫ বছর বয়সীদের ফাইজারের টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া গত সপ্তাহে সুইজারল্যান্ডের কয়েকটি এলাকায় ১৬ বছর বয়সীদের টিকা দেওয়ার প্রস্তাব করা হয়। শেয়ার আন্তর্জাতিকবিষয়: