ইসরায়েলি হামলায় একই পরিবারের ৬ ফিলিস্তিনি শিশু নিহত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ , মে ১৫, ২০২১ ফিলিস্তিনে ভয়াবহ বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় শরণার্থী ক্যাম্পে বিমান থেকে বোমা হামলায় একই পরিবারের ছয় শিশু নিহত হয়েছে। এ নিয়ে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে। এর মধ্যে ৩৮ শিশু ও ২০ নারী রয়েছে।জানা গেছে, ভূমধ্যসাগরের তীরবর্তী আল-শাতি শরণার্থী ক্যাম্পের বিমান থেকে ভয়াবহ এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে একই পরিবারের ছয় শিশু ওই পরিবারের সাতজন নিহত হয়। আহত হয় আরও কমপক্ষে ২০ জন। শেয়ার আন্তর্জাতিকবিষয়: