বাংলাদেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ , মে ৮, ২০২১

বাংলাদেশে করোনা ভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর৷ ভারতে দ্রুত করোনা সংক্রমণ ঘটার পেছনে নতুন এই ধরনটিকে দায়ী মনে করা হচ্ছে৷রকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বাংলাদেশে করোনা ভাইরাসের ভারতীয় ধরনটি শনাক্ত করেছে৷ বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এই তথ্য জানিয়েছেন৷ভ্যারিয়েন্টটি বা ধরনটির নাম দেয়া হয়েছে বি.১.৬১৭৷ এখন পর্যন্ত ধরনটি ভারতে তিনবার রুপ বদলেছে বলে জানা গেছে৷ সম্প্রতি যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ এটিকে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ বা উদ্বেগজনক ধরন হিসেবে তালিকাভুক্ত করেছে৷

করোনার ভারতীয় ধরন ঠেকাতে বাংলাদেশ এর আগে দুই সপ্তাহের জন্য সীমান্তে পণ্যবাহী যান ছাড়া সব ধরনের যাতায়াত বন্ধের সিদ্ধান্ত নেয়৷ তবে এর মধ্যেও অনুমতি নিয়ে অনেকেই দেশে ফিরেছেন৷

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, সম্প্রতি ভারতফেরত কয়েকজনের নমুনা আইইডিসিআর এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিন বিন্যাস বিশ্লেষণ করা হয়৷ তার মধ্যে দুটি নুমনায় ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া যায়৷

ডা. সুলতানা বলেন, ‘‘এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা অনেক বেশি৷ তাই মানুষকে খুব বেশি সতর্ক

Loading