স্বরচিত কবিতা

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ , এপ্রিল ৩০, ২০২১

ক্ষণিকের পথিক
সামছুদ্দোহা(ফরিদ)
ক্ষণিকের আগমনে ক্ষণিকের পথিক
সময় চলেছে ধেয়ে
পশ্চিমের দিগন্তে তেজ দীপ্তহীন সূর্য
নিষ্ক্রীয় অবনীর পথ বেয়ে।
এমনি ভাবে পৃথিবী তার পরিক্রমায়
জীবনের স্তরে স্তরে স্থির
কারো সকাল, কারো বিকাল
দুর্বিপাকে কাল, মহাকাল কেবলি অস্থির।
নিশ্চুপ চুপ চাপ সময়ের সরে পড়া
এ কাল থেকে ও কালে
কিছু সমৃদ্ধি কিছু অধোঃগতি
এ কুল ভেঙ্গে গড়ে ও কুলে।
সব স্মৃতি হয় বিস্মৃতি
ক’জনাই বা কাকে স্মরে
এক যুগেও পড়ে না সাড়া
কালান্তর তো বেশ নড়বরে।
যান বিহীন সময়ের অভিযাত্রী
অজানা দিনের টিকেটের আরোহী
পোস্ট বক্সে না পড়া বিদায়ের চিঠি
এমনি ক্ষণে নিশ্চুপ মনের সকলেই বিরহী।

Loading