বাউফলে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ ৪ জনকে কুপিয়ে জখম নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ , এপ্রিল ২৭, ২০২১ বাউফলে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার সূর্যমণি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের আত্মীয়-স্বজনরা জানায়, ‘সহোদর নিজামুল হাওলাদার তারুর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল মুক্তিযোদ্ধা আবুল কালাম আযাদের। ওই বিরোধপূর্ণ জমিতে নিজামুল ঘর তুলতে গেলে বাঁধা দেয় আবুল কালাম।এসময় আবুল কালাম আযাদ (৭০) ও তার ছেলে ইত্তেফাকের দশমিনা উপজেলা প্রতিনিধি কামরুল ইসলাম সোহাগ (৩৫), সাইফুল ইসলাম (৪০) ও ওহাব হাওলাদার (৬২) নামে চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।বাউফল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আল মামুন বলেন, ‘বিষয়টি জেনে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ শেয়ার সারা দেশবিষয়: