এই প্রথম ‘পাঞ্জেরী ব্যান্ড’ নিয়ে এলো ‘রক্ত’ এমডি শিপন মিয়াা এমডি শিপন মিয়াা ষ্টাফ রিপোর্টার প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ , এপ্রিল ২৪, ২০২১ ‘পাঞ্জেরী ব্যান্ড’ বাংলা রক ব্যান্ড। অবশেষে মুক্তি পেল তাদের প্রথম মৌলিক গান ‘রক্ত’। এ গানটি লিখে সুর করেছেন এস কে সাগর শান। ‘পাঞ্জেরী ব্যান্ড’ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে (২৩ এপ্রিল) এটির লিরিকাল ভিডিও মুক্তি দেওয়া হয়েছে।এছাড়াও রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে কবি ফররুখ আহমেদের কালজয়ী কবিতা ‘পাঞ্জেরী। যা এই ব্যান্ডটির থিম সং এবং ইতোমধ্যে রেকর্ডিংয়ের কাজও সম্পন্ন হয়েছে। এ কালজয়ী কবিতাটির সুর ও সংগীত আয়োজন করেছেন এস কে সাগর শান। এমনটাই জানালেন এই ব্যান্ডের সদস্যরা।তারা বলেন, থিম সং এর পাশাপাশি আরও তিনটি গানের কাজও প্রায় শেষের দিকে। আরও বেশ কয়েকটি কাজ সামনে করবো প্লান করেছি। আশাকরছি সাবার ভালো লাগবে। বেশি বেশি বাংলা গান শুনুন, ‘পাঞ্জেরী ব্যান্ড’ এর সাথে থাকুন।পাঞ্জেরী ব্যান্ডের সদস্যরা হলেন: এস কে সাগর শান (ভোকাল), কাজী নাইমুল ( লীড গীটার), নীল হামিদ (কী বোর্ড), মিঠু (বেজ গীটার) এবং অন্জন সাহা (ড্রামার)। শেয়ার বিনোদনবিষয়: