খালেদা জিয়ার জন্য জরুরি মেডিকেল বোর্ড

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ , এপ্রিল ১৪, ২০২১

দেশে করোনাভাইরাসের থাবা বেড়েই চলেছে। বুধবার ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৯৬ জনের যা সর্বোচ্চ রেকর্ড। তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হলেও শারীরিক অবস্থা ভালো আছেন বলে জানান তার চিকিৎসক ডা. আলম মামুন। এখন খালেদা জিয়ার করোনার কোনো উপসর্গ নেই বলে জানিয়েছেন চিকিৎসক।

এদিকে, স্বাস্থ্য পরীক্ষায় তার রক্তে কোনো ঝুঁকি আছে কি না, তা জানার জন্য বায়োকেমিক্যাল টেস্ট করা হয়েছে। সেই রিপোর্ট হাতে এসেছে বলে জানিয়েছেন ডা. আল মামুন জানান। বুধবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

এসময় তিনি বলেন, এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে রাতে জরুরি মেডিকেল বোর্ড আহ্বান করা হয়েছে। রক্তের বায়োকেমিক্যাল স্যাম্পলের রিপোর্টে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়নি বলে জানান তিনি।

Loading