প্রজ্ঞাপনে উল্লেখ না থাকলেও জরুরি সেবার মধ্যে থাকবে ‘গণমাধ্যম’

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ , এপ্রিল ৪, ২০২১

মন্ত্রী পরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার জারিকৃত ৫ থেকে ১১ এপ্রিল লকডাউন ঘোষণার প্রজ্ঞাপনে উল্লেখ না থাকলেও জরুরি সেবার মধ্যে থাকবে ‘গণমাধ্যম’।

জারিকৃত প্রজ্ঞাপনে জরুরি সেবার মধ্যে গণমাধ্যম বা সংবাদপত্রের কথা উল্লেখ না থাকার বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব মোহাম্মদ শাফায়াত মাহবুব চৌধুরী গণমাধ্যমকর্মীদের একথা বলেন।

তিনি আরও বলেন, জরুরি সেবার আওতার তালিকা দীর্ঘ হওয়ায় সবগুলোর নাম উল্লেখ করা হয়নি। তবে সংবাদপত্র অবশ্যই জরুরি সেবার আওতাভুক্ত।

Loading