স্বরচিত কবিতা সামছুদ্দোহা ফরিদ সামছুদ্দোহা ফরিদ প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ , মার্চ ২৩, ২০২১ সময় সংগ্রাম সামছুদ্দোহা(ফরিদ) ও হে মাঝি ভাই নোঙ্গর ফেলেছ তুমি? অবেলায়! পাড়ি দিতে হবে আরো পথ দূর, বহু দূর। হেলা করে কাটিও না স্নিগ্ধ সুন্দর অপরূপ বেলা থামিও না তোমার হাল যেখানে রয়েছে বিরূপ প্রভাব উত্তাল তরঙ্গ, সীমাহীন ঢেউ। ঘাত প্রতিঘাতে বিধ্বস্ত তোমার পাল ভয় কি তোমার বন্ধু? শক্ত করে ধরো হাল রজনীর শেষে সজনী বন্ধু দিবসের আছে হানা সত্য আছে সত্য থাকবে খাঁটি মানুষের তা জানা। নোঙ্গর খোল মাস্তুল তোল ভুল ভুল, ভয় ভুল শক্তি নিয়ে মাথা তোল। কাঁদে রজনী,কাঁদে শোক তারা রাতের শেষে হারাবে আধার দিনের শেষে বুঝবে তুমি শোকের সাথী তারা। শেয়ার অন্যান্য বিষয়: