আজকের এই দিনে নেত্রকোনায় আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন  করা হয়

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ , মার্চ ২৩, ২০২১

১৯৭১ সালের ২৩ মার্চ সকাল ১০টায় হাজার হাজার মুক্তিকামী জনতার উপস্থিতিতে নেত্রকোনার ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

জয়বাংলা বাহিনীর কমান্ডার মো: শামছুজ্জোহার নেতৃত্বে জয়বাংলা বাহিনী গার্ড আব অনার প্রদান করা হয়। সেসময় অানুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন নেত্রকোণা পৌরসভার চেয়ারম্যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নুরুল ইসলাম খান(এন অই খান)। পাশে উপস্থিত ছিলেন তৎকালীন ছাত্রলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম এরশাদুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী।

গানফায়ার পরিচালনা করেন তৎকালীন ছাত্রলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা  আশরাফ আলী খান খসরু ও আব্দুল্লাহ আল মামুদ বুলবুল।

পতাকা উত্তোলনের পরপরই আনুষ্ঠানিকভাবে পাকিস্থানী পতাকায় অগ্নিসংযোগ করা হয়। এ সময় ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে মহকুমা প্রশাসক আব্দুল হামিদ চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল তৎকালীন নেত্রকোনা মহকুমা ছাত্রলীগের নেতৃত্বে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ।

অনুষ্ঠান শেষে জয়বাংলা বাহিনী রোড মার্চের মাধ্যমে নেত্রকোণা শহর প্রদক্ষিণ করে।এসময় হাজার হাজার স্বাধীনতাকামী জনতা জয়বাংলা বাহিনীকে করতালির মাধ্যমে অভিনন্দন জানান।

 

 

Loading