মাঠে ফিরছে ইতালিয়ান লিগ সেরি আ

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ , জুন ৯, ২০২০

দীর্ঘ বিরতির পর মাঠে ফিরছে ইতালিয়ান লিগ সেরি আ। ফুটবল মাঠে ফিরছে, তাই সব খেলোয়াড়রা আনন্দিত। তবে করোনায় আক্রান্ত হওয়া আর্জেন্টাইন তারকা পাওলো দিবালাও এখনো পুরোপুরি সুস্থ হননি, করোনার প্রভাব এখনো তাড়া করছে তাঁকে। ধাক্কা সামলে এখনো পুরোপুরি ফিট হয়ে ওঠেননি বলে জানালেন জুভেন্টাস তারকা, তাই দিবালার মন খারাপ।

গত মার্চে করোনায় আক্রান্ত হন দিবালা। একই সঙ্গে আক্রান্ত হন তাঁর বান্ধবী ওরিয়ানা সাবাতিনি। সে সময় আর্জেন্টিনাতেই ছিলেন দিবালা। এক মাসেরও বেশি সময় আইসোলেশনে থেকেও দফায় দফায় করোনা পজিটিভ হয় তাঁদের। অবশেষে গত ৬ মে করোনা নেগেটিভ আসে দিবালা-সাবাতিনির।

কিন্তু করোনামুক্ত হলেও এর প্রভাব এখনো আছে আর্জেন্টাইন তারকার শরীরে। অনেকটাই দুর্বল তিনি। সম্প্রতি এক লাইভে দিবালা বলেন, ‘আমার করোনাভাইরাস হয়েছিল, কিন্তু এখন অনেকটাই ভালো বোধ করছি। যদিও আমি শতভাগ ফিট নই, কিছুটা দুর্বল। তবে আমরা অনুশীলন শুরু করেছি, খুব দ্রুতই আবার মাঠে ফুটবল ফিরব।’

দিবালা নিজে পুরোপুরি সুস্থ না হলেও ফুটবল ফেরার আনন্দ ঠিকই ছুঁয়েছে দিবালাকে। তিনি বলেন, ‘ফুটবল ফিরছে আশা করছি বেশ ভালো লাগবে। টানা অনেক ম্যাচ খেলতে হবে আমাদের। যারা ফুটবল ভালোবাসে তাদের জন্য প্রতিদিনই নতুন নতুন ম্যাচ দেখার সুযোগ আসছে।’

এর আগে করোনা থেকে সুস্থ হওয়ার অভিজ্ঞতা নিয়ে জুভেন্টাস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দিবালা জানিয়েছিলেন, করোনায় আক্রান্ত থাকা অবস্থায় শ্বাস নিতে কষ্ট হতো তাঁর। তিনি বলেন, ‘আমি যখন কিছু করার চেষ্টা করতাম, আমার নিশ্বাস নিতে কষ্ট হতো। পাঁচ মিনিট চলাফেরা করার পরই আমাকে থামতে হতো, পেশিগুলো ব্যথা করত।’

দিবালার বান্ধবী সাবাতিনি একজন আর্জেন্টাইন সঙ্গীত শিল্পী।

Loading