নেত্রকোনায় পিটিয়ে আহত করে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২৪, ২০২১

নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের ফরিদপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাক (৬০) কে তুচ্ছ ঘটনার জের ধরে সোমবার ভোরে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তিনি ওই গ্রামের মৃত আলী নেওয়াজ খানের ছেলে। তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার ফরিদপুর পূর্বপাড়া গ্রামে কিছুদিন আগে বিদ্যুতের তারের ওপর গাছের ডাল কাটাকে কেন্দ্র করে একই গ্রামের মৃত আবদুল মন্নাফের ছেলে রবির সাথে আবদুর রাজ্জাকের কথা কাটাকাটি হয়।

এরই জের ধরে সোমবার ভোরে গ্রামের মসজিদে ফজরের আযান দেয়ার সময় পিছন থেকে রবি রড দিয়ে আবদুর রাজ্জাকের মাথায় আঘাত করে। তার ডাক চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে গেলে হামলাকারী রবি পালিয়ে যায়। এলাকাবাসী গুরুতর আহত আব্দুর রাজ্জাককে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শণ করে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারিনি। নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনও থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Loading