নদী পারের শিশুদের হাতে উষ্ণতার ছোঁয়া পৌঁছে দিলো শিক্ষার্থী সহযোগিতা সংগঠন

প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ , ফেব্রুয়ারি ২৪, ২০২১

পাবনা জেলার বেড়া উপজেলায় শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত শিক্ষার্থী সহযোগিতা সংগঠন। তারা ৫ বছর ধরে বেড়া উপজেলা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় গরীব ও অসহায় দের সাহায্য সহযোগিতা করে আসছে। তারই প্রেক্ষাপটে তারা নদী পারের সুবিধা বঙ্গিত শিশুদের হাতে পৌঁছে দেয় শীতের ক্রিম। শিক্ষার্থী সহযোগিতা সংগঠন ছুটে চলে দূর দূরান্তে। তারা তাদের স্বেচ্ছাসেবকদের নিয়ে নদী পারের শিশুদের কাছে গিয়ে শিশুদের মাঝে ক্রিম বিতরণ করে।

শিক্ষার্থী সহযোগিতা সংগঠন এর স্বেচ্ছাসেবকরা যেখানেই মানুষের অসহায়ত্বের খবর পেয়েছে, সেখানেই পৌঁছে গেছে। দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী, চিকিৎসাসামগ্রী, শীতবস্ত্র প্রভৃতি বিতরণ করেছে। তাদের কর্মকাণ্ডে খুশি হয়ে অনেক সচ্ছল ও ধনী ব্যক্তি সংগঠনের তহবিলে অর্থসহ বিভিন্ন রকম সামগ্রী দান করছেন। বর্তমানে সংগঠনটির সঙ্গে যুক্ত হয়েছে বেড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী।

Loading