নেত্রকোণায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন পূর্বক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২২, ২০২১

নেত্রকোণা সদর উপজেলার ৪নং সিংহের বাংলা ইউনিয়নের রায়দুম রুহী গ্রামে “আলমালিক সাসটেইনেবল প্রাঃ লিমিটেড” কোম্পানীর উদ্যোগে ২১ ফেব্রুয়ারি ২০২১(রবিবার) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর তাৎপর্য উপলব্ধিসহ গুরুত্ব অনুধাবন পূর্বক আলোচনা সভা আনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন অধ্যাপক মোঃ তফসির উদ্দিন খান,চেয়ারম্যান,নেত্রকোণা সদর উপজেলা পরিষদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মোঃ আতাউর রহমান মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান নেত্রকোণা সদর উপজেলা পরিষদ ও সদস্য নেত্রকোণা জেলা আওয়ামীলীগ ও সাংগঠনিক সম্পাদক,নেত্রকোণা সদর উপজেলা আওয়ামীলীগ। এ আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, আরো বক্তব্য প্রদান করেন বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত মোঃ হেলিম আহম্মেদ,কাউন্সিলর, নেত্রকোণা পৌরসভা, মোঃ মোফাক্কারুল হোসেন মিলন, সাবেক যুগ্ম আহবায়ক, নেত্রকোণা সদর উপজেলা যুবলীগ, মোঃ আবুল হারেছ (সমাজ সেবক),মোঃ সিরাজুল ইসলাম খান সোহেল,প্রভাষক চন্দ্রনাথ কলেজ, নেত্রকোণা, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ খান, আরো উপস্থিত ছিলেন ফাতেমা আক্তার, বেবী আক্তার। সভায় সভাপতিত্ব করেন মোঃ সোহরাব হোসেন, পরিচালক, আলমালিক সাসটিইনেবল প্রাঃ লিঃ কোম্পানী।

মহান একুশে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে প্রধান অতিথি মোঃ তফসির উদ্দিন খান বলেন,’বাংলা ভাষার যথাযথ ব্যবহার অতীব গুরুত্বপূর্ণ ‘ এবং অজপাড়া গাঁয়ে এ মহতী আলোচনা অনুষ্ঠানের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। উল্লেখ্য যে, আলমালিক সাসটিইনেবল প্রাঃ লিঃ কোম্পানী ২০২০ সালে স্থাপিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ গিয়াস উদ্দিন,প্রধান শিক্ষক,কোনাপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়,মোঃ নূরুল ইসলাম খান, সহঃ শিক্ষক, কোনাপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়, মোঃ মোশারফ হোসেন সহঃ শিক্ষক,শিমুলজানী সঃ প্রাঃ বিদ্যালয় নেত্রকোণা। সঞ্চালনায় ছিলেন মোঃ আঃ কাদির,সুজন খান,সোহেল খান প্রমুখ। ব্যবস্থাপনায় ছিলেন শিক্ষক ও সাংবাদিক শামীম তালুকদার, সহযোগিতায় আঃ হাদী মামুন, ম্যানেজার গ্রামীন ব্যাংক মোঃ শহীদুল হক, সভাপতি ৪নং সিংহের বাংলা ইউনিয়ন,আলী আহসান সুমন, সমাজকর্মী ও এলাকাবাসী। আলোচনা সভা ছাড়াও কর্মসূচীর মধ্যে ছিল ভোর বেলায় ইউনিয়ন পরিষদ চত্বরের শহীদ মিনারে পুস্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন। হা ডু ডু খেলা,নৃত্য প্রতিযোগিতা, বালিশ খেলা,আলমালিক সাসটিইনেবল প্রাঃ লিঃ কোম্পানীর পরিচালকবৃন্দের পরিচিতি পর্ব, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জ্ঞাপন, মেধা যাচাই প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Loading