নেত্রকোণায়  ২১ ফেব্রুয়ারী উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২০, ২০২১

নেত্রকোণায় ২১ ফেব্রুয়ারী  মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে শিশুদের  চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোণা জেলা প্রেসক্লাব এই কর্মসূচীর আয়োজন করে। শনিবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় প্রেসক্লাব মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় রচনায় ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী ক বিভাগে “অমর একুশে ফেব্রুয়ারি ” এবং অষ্টম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা খ বিভাগে “ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা ” বিষয়ে অংশ নেয়।

চিত্রাংকনে দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা ক বিভাগে “ শহীদ মিনার ”এবং চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা খ বিভাগে “ভাষা আন্দোলন” বিষয়ে অংশ নেয়।

জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, প্রেসক্লাব সদস্য, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, নজরুল ইসলাম, সুজাদুল ইসলাম ফারাসসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল জানান, একুশের চেতনা বিকাশে জেলা প্রেসক্লাব শিশুদের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অর্ধশত প্রতিযোগী অংশগ্রহন করে।

সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা প্রেসক্লাবের সভাপতি কাজি মো: আব্দুর রহমান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Loading