প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণেই বাংলাদেশ দ্রুত ভ্যাকসিন পেয়েছে

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১৮, ২০২১

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিশ্বের যে ৩০ থেকে ৩৫টি দেশ কোভিড- ১৯ এর ভ্যাকসিন পেয়েছে, বাংলাদেশ তাদের অন্যতম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই এটা সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘এমনকি, এখনো অনেক উন্নত দেশও কোভিড-১৯ এর ভ্যাকসিন পায়নি।’

আব্দুল মোমেন বলেন, সবার জন্য কোভিড-১৯ ভ্যাকসিন নিশ্চিত করতে বিশ্বের দেশগুলোর মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে একটি জোরালো রাজনৈতিক অঙ্গীকার জরুরি।

আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালিতে শেখ রাসেল গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে স্থাপিত করোনা টিকা-কেন্দ্রে বেশ কয়েকজন বিদেশি কূটনীতিকের সঙ্গে কোভিড-১৯ এর ভ্যাকসিন নেয়ার পর তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সকলের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে পরস্পরকে সহায়তার লক্ষ্যে আমাদের একটি বৃহত্তর অংশীদারিত্ব ও একটি রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায়, বাংলাদেশ সরকার এই ভ্যাকসিন উদ্ভাবনের অনেক আগেই বিশ্বের বিভিন্ন দেশের কাছে ভ্যাকসিন চাইতে শুরু করেন। তিনি আরও বলেন, ‘আমরা সবাইকে ভ্যাকসিন দিব। একজনও বাদ পড়বে না।’

আজ যে সব কূটনীতিকরা ভ্যাকসিন নিয়েছেন- তাদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনও রয়েছেন। ১০ ফেব্রুয়ারি, সরকার বিদেশি কূটনীতিকদের জন্য কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান শুরু করে। উদ্বোধনী দিনে ৩০ জনের বেশি কূটনীতিক করোনার টিকা নেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ধীরে ধীরে বাংলাদেশে অবস্থানরত ১ হাজার ২শ’ বিদেশি কূটনীতিকদের সকলকেই ভ্যাকসিন দেয়া হবে। বাংলাদেশ ৭ ফেব্রুয়ারি কোভিড-১৯ এর বিরুদ্ধে দেশব্যাপী গণ-টিকাদান কর্মসূচি শুরু করেছে।

Loading