মৌলভীবাজারে ১১শ’২৬ পরিবার পাবে পাকা ঘর

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ , জানুয়ারি ২১, ২০২১

মুজিববর্ষ উপলক্ষে মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর উপহার ১১শত ২৬টি সেমি পাকা ঘর প্রস্তুত করা হয়েছে। জেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এসব ঘর হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এক সংবাদ সম্মেলনে জানান, খাস জমি দখল মুক্ত করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রথম পর্যায়ে ১১শত ২৬টি সেমিপাকা ঘর নির্মান করা হয়েছে।

প্রতিটি ঘর নির্মাণ ও হস্তান্তর পর্যন্ত খরচ হবে ১লাখ ৭৩ হাজার ২শত ৫০টাকা। সেমিপাকা ঘরের সাথে একটি ভূমি ও গৃহহীন পরিবার ২শতক জমি পাবেন। আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপি এ প্রকল্পের উদ্বোধন করবেন। মৌলভীবাজার জেলায় এই তারিখে ৫শত ৪২টি ঘর হস্তান্তর করা হবে এবং ফেব্রয়ারির প্রথম সপ্তাহে অন্য ঘর উপকারভোগী পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মল্লিকা দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম। এতে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Loading