মওদুদের শরীরে পেসমেকার স্থাপন

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ , জানুয়ারি ৮, ২০২১

সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শরীরে সফলভাবে পেসমেকার বসানো হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার এই পেসমেকার স্থাপন করেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যকে জানান, ব্যারিস্টার মওদুদ আহমদের শরীরে স্থায়ী পেসমেকার বসানো হয়েছে। পেসমেকার হলো এমন একধরনের ডিভাইস যেটি অনিয়ন্ত্রিত হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ করে। হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়াম প্রাচীরের ওপর দিকে অবস্থিত বিশেষায়িত কার্ডিয়াক পেশিগুচ্ছে গঠিত ও স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রে নিয়ন্ত্রিত একটি ছোট অংশ যা বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহ ছড়িয়ে দিয়ে হৃদস্পন্দন সৃষ্টি করে এবং স্পন্দনের ছন্দময়তা বজায় রাখে।

তিনি বলেন, পেসমেকার বসানোর পরে সন্ধ্যা ৭টার দিকে ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিম উদ্দিন মওদুদ তার স্বামীর সঙ্গে দেখা করে কথা বলেছেন। বর্তমানে মওদুদ আহমদের শারীরিক অবস্থা ভালো।

গত ২৯ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়লে ব্যারিস্টার মওদুদ আহমদকে এভারকেয়ার হাসপাতালের সাবেক (এ্যাপোলো) করোনারি কেয়ার ইউনিটে (সিসিউ) ভর্তি করা হয়।

Loading