কনকনে বাতাসে তীব্র হচ্ছে শীত

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ , জানুয়ারি ১, ২০২১

দেশের বিভিন্ন স্থানে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে করে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর ও পশ্চিমাঞ্চলের জনজীবন। দিনে কুয়াশা কিছুটা কমলেও কনকনে বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে। ফলে গবাদি পশু নিয়ে ভোগান্তিতে রয়েছেন মানুষ। 

খোঁজ নিয়ে দেখা যায়, মৌলভীবাজারে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন। শীতে ভোগান্তিতে আছে চা শ্রমিকরা । তারা বলছেন, ‘কুয়াশায় ঘর থেকে রেব হওয়ার উপায় নেই। তীব্র শীতে কাজে যেতে পারছিনা আমরা।’

উত্তরের জেলা কুড়িগ্রামে শীতের কারণে কৃষক-শ্রমিকদের কাজে বের হতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন তারা।

জেলার সাধারণ মানুষ বলছে, ‘অন্যান্য বারের মতো এবারও আমাদের এখানে ব্যাপক ঠান্ডা পড়েছে। ঠান্ডায় শরীর শীতল হয়ে যাচ্ছে। কাজ-কাম কিছু করতে পারছি না আমরা।’

এদিকে চুয়াডাঙ্গায় ছিন্নমূল মানুষেরা খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।

Loading