জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা সম্পাদক ইলিয়াস

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ , ডিসেম্বর ৩১, ২০২০

জাতীয় প্রেসক্লাবের প্রথম নারী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক হলেন ইলিয়াস খান। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে। ভোটগণনা শেষে রাতে নির্বাচন কমিশন ফল ঘোষণা করেন।
এতে সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক মাঈনুল আলম ও কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন, সদস্য -১ আয়ুব ভূইয়া, সদস্য -২ জাহিদুজ্জামা ফারুক, সদস্য -৩ ভানুরঞ্জন চক্রবর্তী, সদস্য -৪ রহমান মুস্তাফিজ, সদস্য – ৫ রেজানুর রহমান, সদস্য -৬ শাহনাজ সিদ্দিকী সোমা, সদস্য -৭ সৈয়দ আবদাল আহমদ, সদস্য -৮ কাজী রওনা হোসেন, সদস্য -৯ বখতিয়ার রানা ও সদস্য -১০ শাহনাজ বেগম পলি।

জাতীয় প্রেসক্লাবে মোট ভোটার এক হাজার ১৫১ জন। যার মধ্যে ১ হাজার জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৮৬ দশমিক ৮৮ ভাগ ভোট পড়েছে। জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির মেয়াদ ২০২১-২২ সাল পর্যন্ত।
নির্বাচনে ফরিদা ইয়াসমিন-ওমর ফারুক পরিষদ ও সবুজ-ইলিয়াস পরিষদ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। মোট ৩৪ জন ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া কয়েকটি পদে প্যানেলের বাইরে আরও সাতজন প্রার্থী ছিলেন।

Loading