আগামী বছর যে পরিমাণ করোনা টিকা পাবে বাংলাদেশ

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ , নভেম্বর ২৫, ২০২০

আগামী বছরের মধ্যে ৬ কোটি ৮০ লাখ করোনাভাইরাসের ভ্যাকসিন পাবে বাংলাদেশ। বৈশ্বিক ভ্যাকসিন সহায়তা প্রোগ্রাম কোভ্যাক্সের আওতায় ভ্যাকসিন জোট গ্যাভির কাছ থেকে এই ভ্যাকসিন পাবে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে বুধবার (২৫ নভেম্বর) সম্প্রসারিত টিকাদান কর্মসূচির পরিচালক ডা. সামসুল হক এ তথ্য জানান।
ডা. সামসুল হক আরও বলেন, প্রতি ডোজ ভ্যাকসিন বিতরণের জন্য সরকারকে ১.২৫ মার্কিন ডলার ব্যয় করতে হবে। এছাড়া ভারতের সিরাম ইন্সটিটিউট থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মাধ্যমে অক্সফোর্ডের ভ্যাকসিনও বাংলাদেশে আসবে।

Loading