পাটগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ৯:১৭ পূর্বাহ্ণ , নভেম্বর ২৫, ২০২০

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কৃষি প্রণোদনা ও পূর্নবাসন কর্মসূচির আওতায় ৫ হাজার ৪৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধান, ভূট্টা, গম, সরিষা, চীনাবাদাম, সূর্যমুখী, পেঁয়াজ,টমেটো,মুগ,মসুর,খেসারি ডাল বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা  পরিষদ চত্বরে স্থানীয় সাংসদ মো. মোতাহার হোসেন প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে এ সময় বিভিন্ন প্রকার ফসলের বীজ  ও সার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমীন বাবুল, পৌর মেয়র শমসের আলী, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন লিপু , পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান নিলু, পাটগ্রাম টি .এন স্কুল  অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল ওহাব প্রধান, পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল গাফ্ফার, কৃষিসম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. হারুন মিয়াসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।

Loading