১২৩ সেনা সদস্য শান্তিকালীন পদক পেলেন

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ , নভেম্বর ২৩, ২০২০

প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ১২৩ জন সেনা সদস্যকে শান্তিকালীন পদক দেওয়া হয়েছে। ২০১৯ ও ২০২০ সালের জন্য আজ সোমবার (২৩ নভেম্বর) সেনাসদরের হেলমেট অডিটরিয়ামে সেনা সদস্যদের এ পদক দেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সশস্ত্র বাহিনী দিবস ২০২০ উপলক্ষে সোমবার (২৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসের ‘সেনাসদর হেলমেট অডিটোরিয়ামে’ ২০১৯ ও ২০২০ সালে শান্তিকালীন সময়ে বিভিন্ন প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১২৩ জন সেনাসদস্যকে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ শান্তিকালীন পদকে ভূষিত করেন।
অনুষ্ঠানের শুরুতেই শান্তিকালীন পদক প্রাপ্তদের প্রশংসনীয় কাজের সারসংক্ষেপ তুলে ধরা হয়। সেনাবাহিনী প্রধান বলেন, এ পদক প্রদান অন্যান্য সেনাসদস্যদেরও সেনাবাহিনী ও দেশের স্বার্থে নিবেদিত হয়ে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে। অনুষ্ঠানে অন্যান্য ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Loading