ধানবোঝাই ট্রলি খাদে: মৃতের সংখ্যা বেড়ে ৯

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ , নভেম্বর ১৯, ২০২০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদের পাশে ধানবোঝাই ট্রলি খাঁদে পড়ার ঘটনায় আরও একজনের মৃতের খবর পাওয়া গেছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়ালো। এ ঘটনায় আরও ৪ জন আহত রয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সোয়া ৬টার দিকে দায়পুকুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বারিক বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন বলেন, হতাহতরা কৃষি শ্রমিক। বরেন্দ্র এলাকায় ধান কেটে মজুরি হিসেবে পাওয়া ধান নিয়ে ভটভটিতে করে তারা ফিরছিলেন।

এতে ঘটনাস্থলেই ৭ জন ও পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যান।
শিবগঞ্জ ফায়ার স্টেশনের একজন কর্মকর্তা জানান, ওই ট্রলিতে ১৫ জনের মতো লোক ছিল। ধানের বস্তার ওপর বসেছিলেন তারা। রাস্তার এক পাশে ভাঙা ছিল, সেখানে চাকা পড়লে ভটভটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

নিহতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মো. এরফান আলীর ছেলে বাবু, একই এলাকার শেখ মোহাম্মদের ছেলে তাজেমুল হক ও তার ছেলে মিঠুন, কাবিল উদ্দিনের ছেলে মো. কারিম, আমানুলের ছেলে মিলু, নওশাদের ছেলে আবুল কাশেম, লাওঘাটা গ্রামের রেহমানের ছেলে আতাউর রহমান, আজিমুল হকের ছেলে আহাদ আলী ও ট্রলি চালক সোনাপুর গ্রামের মাসুদ রানা।
আহতদের মধ্যে কয়েকজনকে শিবগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এইচএম আবদুর রকিব।

Loading