শ্যামগঞ্জকে থানায় উন্নীত করার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ , অক্টোবর ২০, ২০২০

শ্যামগঞ্জকে থানায় উন্নীত করা, শোয়াই নদী পুনঃখনন, গ্যাসলাইন চালু করা, শহীদ সুধীর বড়ুয়া স্মৃতিচত্বর আধুনিকায়ন, পর্যাপ্ত ড্রেন নির্মাণ, ডাস্টবিন নির্মাণ, যাত্রীছাউনি তৈরি,পাবলিক টয়লেট নির্মাণ, রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগ করার দাবীতে ময়মনসিংহ- নেত্রকোনা মহাসড়কের শ্যামগঞ্জে হাফেজ জিয়াউর রহমান কলেজ গেটে মানববন্ধন করেছে শ্যামগঞ্জ উন্নয়ন সংগ্রাম পরিষদ ।

মানববন্ধনে বক্তব্য রাখেন জননেতা হারুণ আল বারি, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের মজিবুর রহমান ফকির, ক্ষেতমজুর নেতা অর্ণব সরকারিই বাপ্পী পরিবেশ গবেষক মিজানুর রহমান বাবু, আওয়ামীলীগ নেতা শামসুল আলম খান , ভোরের কাগজ প্রতিনিধি তীলক রায়, উদীচী “শ্যামগঞ্জ শাখার সাধারন সম্পাদক জয়ন্ত রায়, আওয়ামীলীগ নেতা শাহজাহান মিয়া, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ নেত্রকোণার ফরহাদ হোসেন প্রমুখ। বক্তারা তাদের এইসব দাবী পুরণের নিমিত্তে স্থানীয় এবং উর্ধতন কর্তৃপক্ষের দৃৃষ্টি আকর্ষণ করেন।

এছাড়াও মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন আঃ রহমান, ব্যবসায়ী সুভাষ রায়, মিজানুর রহমান খোকন,পলু চন্দ,পরিমল সাহা, আনিসুজ্জামান পল, মুর্শিদ কুলি খান প্রমুখ।

Loading