নেত্রকোণায় প্রখ্যাত কথা সাহিত্যিক খালেকদাদ চৌধুরীর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালন

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ , অক্টোবর ১৬, ২০২০

নেত্রকোণায় বাংলা একাডেমি ও একুশে পদক প্রাপ্ত প্রখ্যাত কথা সাহিত্যিক মরহুম খালেকদাদ চৌধুরীর ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নেত্রকোণা জেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেস ক্লাব হল রুমে শুক্রবার ( ১৬ অক্টোবর) বিকাল ৫ ঘটিকায় এ সভা অনুষ্ঠিত হয়।  সভায় খালেকদাদ চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য মরহুম খালেকদাদ চৌধুরী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ঘনিষ্ঠ সহচর ও  খ্যাতিমান কথা সাহিত্যিক ছিলেন। সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার ১৯৮৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ২০১৮ সালে একুশে পদক (মরনোত্তর) প্রদান করে। মরহুম খালেকদাদ চৌধুরী মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।

নেত্রকোণা জেলা প্রশাসক কাজী মো: আবদুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ কল্যান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু (এমপি),  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, অধ্যাপক মতীন্দ্র সরকার, অধ্যাপক ননীগোপাল সরকার, অধ্যাপক গোলাম মোস্তফা, মরুহুম খালেকদাদ চৌধুরীর সুযোগ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীসহ জেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ। উপস্থিত সূধীজন কথা সাহিত্যিক মরহুম খালেকদাদ চৌধুরীকে স্বাধীনতা পুরস্কার প্রদানের জন্য সরকারের কাছে আহবান জানান।

নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল এর সঞ্চালনায় সভার শুরুতে প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক ও ছড়াকার সঞ্জয় সরকার।

 

 

Loading