সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সিভিএফ’র ভার্চুয়াল সম্মেলন

প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ , অক্টোবর ৭, ২০২০

গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন (জিসিএ) ও বাংলাদেশ আজ বুধবার সন্ধ্যা ৭টায় ‘ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ)’ নেতাদের একটি ভার্চুয়াল সম্মেলন আয়োজন করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিভিএফ সভাপতি হিসেবে এ সম্মেলনে সভাপতিত্ব করবেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, জিসিএ সভাপতি বান কি মুন, সিভিএফের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি কপ২৬-এর আয়োজক যুক্তরাজ্য ও সহ-আয়োজক ইতালি, নেদারল্যান্ডস, সিভিএফের থিমেটিক অ্যাম্বাসাডর ও অন্যান্য আন্তর্জাতিক অংশীদাররা এই সম্মেলনে অংশ নেবেন।

পররাষ্ট্রমন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীও সম্মেলনে অংশ নেবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Loading