নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবসে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ , অক্টোবর ৫, ২০২০

৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নেত্রকোণায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণশীর্ষক আলোচনা সভা  ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম, নেত্রকোণা জেলা শাখার আয়োজনে নেত্রকোণা জেলা প্রেসক্লাব হল রুমে সোমবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

‘শিক্ষকরা সংকটের নেতৃত্ব দেন ভবিষ্যৎ বিনির্মানে’ প্রতিপাদ্য বিষয়ে সভার শুরুতেই নাতিদীর্ঘ প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ফকির। প্রবন্ধে জাতির জনক বঙ্গবন্ধুর শিক্ষা দর্শনকে বাস্তবায়নের গুরুত্ব আরোপ করা হয়। বর্তমান সরকারের শিক্ষানীতিকে তারা প্রশংসা করেন। তারা জানান দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হলে দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার হার বাড়বে এবং কম খরচে গরীব ও অসহায় পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করার সুযোগ পাবে।

বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম, নেত্রকোণা জেলা শাখার সভাপতি মো: আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সহ সভাপতি এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবীর সাজু, কুনিয়া ফজরেন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মতিয়র রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংবাদিকবৃন্দ। বক্তারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবি জানান।

সভা সঞ্চালনা করেন বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম, নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ফকির।

 

Loading