কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল জব্দ

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২৩, ২০২০

আজ ২৩ সেপ্টেম্বর ২০২০ তারিখ সকালে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন ও স্টেশান পাগলা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জব্দ করা হয়। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার আনন্দ বাজার এলাকায় লেঃ কমান্ডার এম সাজ্জাদ হোসনে, (এক্স), বিএন এবং স্টেশান কমান্ডার পাগলা লেঃ আসিফ এর নের্তৃত্বে দুইটি দোকান ও একটি বাড়িতে উক্ত অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য ১,২৫,০০,০০০ (এক কোটি পঁচিশ লক্ষ টাকা) মাত্র।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার এম হায়াত ইবনে সিদিক এ তথ্য জানান।

লেঃ কমান্ডার এম হায়াত ইবনে সিদিক বলেন, উক্ত অভিযান চলাকালীন সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সোনারগাঁও উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরবর্তীতে স্থানীয় গনমাধ্যম কর্মীদের উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি এবং দেশের মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ কারেন্ট জাল ব্যবহার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

Loading