ডিএসসিসি’র চিরুণি অভিযান; ৩য় দিনে ৪ মামলা, ৩৯ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ , আগস্ট ১৯, ২০২০

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে পরিচালিত ৩য় দিনের চিরুনি অভিযানে মোট ৭১টি স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ৪টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়ায় ৪টি মামলা ও সর্বমোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ডিএসসিসি’র ৩টি ভ্রাম্যমাণ আদালত আজ অঞ্চল-১ এর ২১ ও ১৮ নং ওয়ার্ডের ঢাকা বিশ্ববিদ্যালয় ও এলিফ্যান্ট রোড এলাকা, অঞ্চল-২ এ ২ নং ওয়ার্ডের পূর্ব গোড়ান এলাকা ও অঞ্চল-৩ এর লালবাগ ও জিগাতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অঞ্চল-১ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল, অঞ্চল-২ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান ও অঞ্চল-৩ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অঞ্চল-১ এ ভ্রাম্যমাণ আদালত ২৭টি স্থাপনা পরিদর্শন করেন এবং ১টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় ১টি মামলা দায়ের ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নিকট এডিস মশার বংশ বিস্তার উপযোগী অন্য কোন স্থাপনা পরিলক্ষিত হয়নি। অঞ্চল-২ এ ভ্রাম্যমাণ আদালত ৬টি স্থাপনা পরিদর্শন করেন এবং ২টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়া যায় এবং ২টি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ পরিলক্ষিত হয়। এ সময় ২টি মামলা দায়ের ও ৭০০০ টাকা জরিমানা করেন অঞ্চল-২ এ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান। একই সাথে অঞ্চল-৩ এ ভ্রাম্যমাণ আদালত ৩৮টি স্থাপনা পরিদর্শন করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত ১টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল দেখতে পান এবং ৭টি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশে পাওয়া যায়। এ সময় একটি মামলা দায়ের ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি যে ৭ স্থাপনায় এডিস মশার বংশ বিস্তারের উপযোগী পরিবেশ পাওয়া যায় সেই ৭ স্থাপনার মালিককে দ্রুত পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য সতর্ক করা হয়।

Loading