ধামরাইয়ে ধূপ ফাউন্ডেশন আয়োজনে ও আই এফ আই সি ব্যাংকের সহযোগিতায় প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ , জানুয়ারি ২২, ২০২৫ oplus_32 ঢাকার ধামরাইয়ে ধূপ ফাউন্ডেশন আয়োজনে ও আই এফ আই সি ব্যাংকের সহযোগিতায় ড. নুরুন্নাহার ফয়জন্নেছা প্রি- প্রাইমারি কিশলয় স্কুলে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয় আজ বুধবার সকাল সাড়ে ১১টায় ধামরাই অত্র প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠানে।ধূপ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রায়না মাকসুদের সভাপতিত্বে প্রতিবন্ধী স্কুলে কম্বল বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে ধামরাই শাখার আই এফ আই সি ব্যাংকের ম্যানেজার আনিসুর রহমান খান , বিশেষ অতিথি হিসেবে ছিলেন ধূপ ফাউন্ডেশনের উপদেষ্টা ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মো:শামসুল ইসলাম, সাংবাদিক নবীন চৌধুরী,আই এফ আই সি ধামরাই শাখার সহকারি সেলস অফিসার তহিদুর রহমান ও অত্র প্রতিবন্ধী স্কুলের শিক্ষিকা আয়েশা আক্তার ডলি সহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকগণউল্লেখ, সারা দেশের ন্যায় ধামরাই আই এফ আই সি ব্যাংক শাখা ব্যাংকিং প্রযুক্তি দোর গোড়ায় পৌঁছে দেবার জন্যই গ্রাহকদের ও সামাজিক সেবা মুলক সহযোগিতায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শেয়ার সারা দেশবিষয়: