রাজধানীতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ছয় মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ , জানুয়ারি ৯, ২০২৫

রাজধানীতে পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজা উদ্ধারসহ ছয় মাদক কারবারি এবং এক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর বিভাগ।

আজ (৯ জানুয়ারি ২০২৫ খ্রি.) সকাল ০৮:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী বাসটার্মিনাল আন্ডার পাশের নিকট সাভারগামী রাস্তায় অভিযান পরিচালনা করে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো-১।মোঃ রহমত চৌধুরী (৪০), ২। মোঃ তরিকুল ইসলাম (৩৫), ৩। মোঃ আব্দুল আলীম (৩৫) ও ৪। নুরুল কবির (৪৯)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২, ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

অপর অভিযানে আজ সকাল ১০:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক কারবারি ১। মোঃ আরাফত হোসেন (২০) ও ২। রবিন (১৯) কে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর বিভাগ। গ্রেফতারের সময় তাদের নিকট থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দিনের অপর এক অভিযানে আজ রাত সাড়ে বারো ঘটিকায় গাবতলী এলাকা হতে চিহ্নিত ছিনতাইকারী মোঃ পারভেজ মিয়া (২৮) কে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর বিভাগ।

ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, মিরপুরে ছিনতাই প্রতিরোধ ডিউটিকালে গাবতলী এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী পারভেজকে গ্রেফতার করা হয়। সে গাবতলী এলাকার চুরি ও ছিনতাই চক্রের সক্রিয় সদস্য।

উল্লিখিত তিনটি অভিযানের নেতৃত্ব দিয়েছেন ডিবি-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সোনাহর আলী।

Loading