শুনতে পেয়েছি ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না: উপদেষ্টা মাহফুজ আলম

প্রকাশিত: ২:৩৯ পূর্বাহ্ণ , ডিসেম্বর ৩০, ২০২৪
উপদেষ্টা মাহফুজ আলম ফাইল ফটো

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠিয়েছে বাংলাদেশ সরকার। তবে শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত পাঠাবে না বলে শুনতে পেয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলম।

রবিবার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘নতুন বাংলাদেশ গঠন: অভ্যন্তরীণ সংস্কার ও পররাষ্ট্রনীতি’- শীর্ষক আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন উপদেষ্টা ।

মাহফুজ আলম বলেন, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ওনারা (ভারত) নিয়েছেন, ওনারা (ভারত) ওনাকে (শেখ হাসিনা) ফেরত দেবে না। এটা আমরা শুনতে পাচ্ছি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় ছিলেন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে সম্প্রতি দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ। ভারতের কাছ চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন

Loading