প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ , ডিসেম্বর ১৬, ২০২৪

ধামরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

ঢাকার ধামরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।
আজ সোমবার সরকারি ও বেসরকারি জাতীয় পতাকা উত্তোলনেন মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ১০টায় উপজেলা প্রশাসন উদ্যোগে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানী প্রদান করা হয়।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম, হাবিবুর রহমান তুলা ও ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম প্রমুখ।
পরে উপজেলা প্রশাসন থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহাম্মেদ অনিক সহ অন্যান্য কর্মকর্তা গন ফুল দিয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এরপর শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানি প্রদান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন ধামরাই সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:ফারসিম তারান্নুম হক, আবাসিক মেডিকেল অফিসার ডা :আহামেদুর হক তিতাস, কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, সমাজসেবা কর্মকর্তা এম এ হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহান, পল্লী বিদ্যুৎ ডিজিএম ফয়সাল মাহমুদ ও ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল রানা সহ অনেকে। বিভিন্ন সংগঠন বিজয় দিবস পালন করে।

Loading